বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেছেন, ‘দেশে এখনো একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শারদীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে যাতে কেউ বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে না পারে এজন্য সবাইকে সচেতন ও সতর্কতা থাকতে হবে।’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা বিএনপি আয়োজিত দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বী ও পূজা উদযাপন কমিটির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি।
সভায় তিনি বলেন, ‘আমরা দূর্গোৎসব নির্বিঘ্নে পালনের জন্য আমাদের সারাদেশের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছি, সকল পূজা মন্ডপে নিরাপত্তার জন্য পূজা কমিটির সাথে সমন্বয় করে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সকল প্রকার বিশৃংঙ্খলা মোকাবেলা করে সুন্দরভাবে পূজা উদযাপনে বিএনপির সকল নেতাকর্মী সনাতন ধর্মালম্বীদের পাশে থাকবে।’
বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ প্রমুখ।
এর আগে দুর্গাপূজা উদযাপন কমিটির সদস্যরা সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এবার বান্দরবানে ৩২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারও দক্ষিণ চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় পূজা মন্ডপ তৈরি করা হয়েছে বান্দরবান শহরের রাজার মাঠে।