মির্জাপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রতিদিনের মতো শাকিল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় ভাড়া অটো নিয়ে বের হয়। রাত ১০টার পর তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দুপুরে পুলিশ মহাসড়কের কুমারজানী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই |প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে শাফিউল ইসলাম শাকিল (২৩) নামে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সদরের বাওয়ার কুমারজানী এলাকা থেকে পুলিশ তার উদ্ধার লাশ করে।

নিহত শাফিউল ইসলাম শাকিল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দেওডোবা গ্রামের সাহেব উদ্দিনের ছেলে। তিনি উপজেলার গোড়াই এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো শাকিল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় ভাড়া অটো নিয়ে বের হয়। রাত ১০টার পর তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দুপুরে পুলিশ মহাসড়কের কুমারজানী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।

তার বাম চোখ উপরানো হয়েছে বলে জানান মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ পারভেজ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।