বরগুনার তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে নৌ-বাহিনী।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদককারবারিরা হলেন- বরগুনা সদর উপজেলার পরীরখাল এলাকার আব্দুল লতিফ মুসাল্লীর ছেলে মো: পারভেজ (৪০) এবং মো: বারেকের ছেলে মো: রাজিব।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নৌ-বাহিনীর লেফটেন্যান্ট আশিকুর ইসলাম ইমনের নেতৃত্বে লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুই মাদককারবারিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের তালতলী থানায় হস্তান্তর করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজালাল জানান, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’