নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর অন্ধ হাজেরা খাতুনের পাশে উপজেলা প্রশাসন

দৈনিক নয়া দিগন্ত অনলাইনে গত ১১ জানুয়ারি ‘জরাজীর্ণ ঘরে অনাহারে দিন কাটছে রায়গঞ্জের অন্ধ হাজেরা খাতুনের’ শিরোনামে সংবাদ প্রকাশের পরপরই রায়গঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj
নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর অন্ধ হাজেরা খাতুনের পাশে উপজেলা প্রশাসন
নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর অন্ধ হাজেরা খাতুনের পাশে উপজেলা প্রশাসন |নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্ত অনলাইনে গত ১১ জানুয়ারি ‘জরাজীর্ণ ঘরে অনাহারে দিন কাটছে রায়গঞ্জের অন্ধ হাজেরা খাতুনের’ শিরোনামে সংবাদ প্রকাশের পরপরই রায়গঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়।

বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল খালেক পাটোয়ারী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ রানাকে সরেজমিনে পদক্ষেপ নিতে বলেন।

ইউএনও’র নির্দেশনায় ১২ জানুয়ারি দুপুরে এসিল্যান্ড মো: মাসুদ রানা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইদহ চরপাড়া গ্রামে গিয়ে অন্ধ ও শ্রবণপ্রতিবন্ধী হাজেরা খাতুনের খোঁজ নেন এবং তার মানবেতর জীবনযাপনের চিত্র প্রত্যক্ষ করেন।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ৪টি কম্বল, চাল, ডাল, পেঁয়াজ, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের সহায়তায় হাজেরা খাতুনের জন্য একটি টিনশেড ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেয়া হয় এবং নিয়মিত সরকারি সহায়তার আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ রানা বলেন, ‘হাজেরা খাতুনের মতো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসন সবসময় আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সার্বিক ব্যবস্থাপনায় তার জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে, যাতে তিনি মর্যাদাপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন।’

গণমাধ্যম কর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমেই আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। হাজেরা খাতুনের ঘটনাটিও সংবাদ প্রকাশের কারণেই দ্রুত আমাদের নজরে এসেছে। প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে সমাজের অনেক অবহেলিত মানুষ সহায়তা পাবে। সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই দ্রুত মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।