জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড ও ময়মনসিংহ রোড ঘুরে নতুন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
শহীদ মিনারে গণমিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির আহসান হাবীব মাসুদ, জামায়াত নেতা অধ্যক্ষ মোনতাজ আলী, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, ডা: এ কে এম আব্দুল হামিদ ও ইকবাল হোসেন বাদল প্রমুখ।
এতে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।