জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপাসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্রগ্রামের আয়োজনে কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদ হোটেল ভিলেজ অ্যান্ড রেস্ট্রুরেন্টে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাফর আলম লিটনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়ার উপস্হাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পিপি মফিজুল হক ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা আবদুল মান্নান, মোহাম্মদ এয়াকুব চৌধুরী ও সৈয়দ রবিউল হক শিমুল, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির চৌধুরী, শাহদাত হোসেন বাবুল।
এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাধক নুরুল আবছার তৌহিদ, সাবেক সাধারণ সম্পাদক আবু আহমেদ মিঞা, কামরুল হাসান চৌধুরী আপেল, মিসবাহ উদ্দিন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তালেব ভূঁইয়া, আবুল কাশেম, আজিজুল হক, সাইফুল ইসলাম, এমদাদুল হোসেন চৌধুরী স্বপন, মোহাম্মদ সেলিম মিঞা, জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম মহানগর সদস্য সচিব, তৌহিদুল ইসলাম ফাহিম, মোহাম্মদ আক্কাস, আমজাদ হোসেন, হারুন অর রশিদ, মাসুম বিল্লাহ, সাইফুল আলম, ওবায়দুল হক, আবদুস সোবহান সুমন, জাবেদ চৌধুরী, ওমর ফারুক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, ফেনীর গর্ব আমাদের মা’ গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম সংগ্রামী নেতা দেশনেত্রী বেগম জিয়া আজ আমাদের মাঝে নেই। আমরা হারিয়েছি একজন মাকে, দেশ হারিয়েছে একজন মহিয়সী নারীকে, বিশ্ব হারিয়েছে একজন সুশাসককে। তিনি তার মরহুম বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
তিনি বলেন, বেগম জিয়া ছিলেন একজন মজলুম নেত্রী, ফ্যাসিবাদের নানাবিধ ষড়যন্ত্রের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের মাধ্যমে তিনি বিশ্বনেতাদের অন্যতম হয়ে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। আগামী দিনে এই মহিয়সী মায়ের যোগ্য উত্তরসূরী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উদাত্ত আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে আবদুল মন্নান মজুমদার বলেন মরহুম বেগম জিয়াকে হারিয়ে মনে হচ্ছে আমরা আমাদের মাকে হারিয়েছি, তিনি মায়ের জন্য সকলের নিকট দোয়া চান।
বিশেষ অতিথির বক্তব্যে রবিউল হক শিমুল বলেন, আমরা শোককে শক্তিতে রুপান্তরিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।
পরিশেষে খতমে কুরআন ও দোয়া পরিচালনা করেন কে ব্লক জামে মসজিদ এর খতিব মাওলানা আবদুল হক।



