বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি, ৩ জনকে জরিমানা

ইলিশ বিক্রির সাথে জড়িত তিনজনকে পাঁচ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

Location :

Bhola
বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট বাজারে অভিযান চালানো হয়
বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট বাজারে অভিযান চালানো হয় |নয়া দিগন্ত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে তিনজনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হান উজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জব্দ করা মাছ স্থানীয় ছয়টি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

এছাড়াও ইলিশ বিক্রির সাথে জড়িত তিনজনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা, মেরিন ফিশারিজ অফিসার ও কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।