কালকিনিতে মা‌সিক আইনশৃঙ্খলা সভা ও নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

ঈদুল আজহাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য সভায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও গরুর হাটগুলোতে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতসহ নানাবিধ সিদ্ধান্ত নেয়া হয়।

মো: জাকির হোসেন, কালকিনি (মাদারীপুর)

Location :

Kalkini
কালকিনিতে মা‌সিক আইনশৃঙ্খলা সভা ও নির্বাহী অফিসারের বিদায়
কালকিনিতে মা‌সিক আইনশৃঙ্খলা সভা ও নির্বাহী অফিসারের বিদায় |সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত মা‌সিক আইনশৃঙ্খলা সভায় ইউএনও কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা ও বিদায় সংবর্ধন‌ার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শিবলী রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো: রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: বদিউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নীহার রায়, যুব উন্নয়ন সহকা‌রী কর্মকর্তা মো: বেল্লাল হো‌সেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো: আরিফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

এছাড়াও সরকারী-বেসরকারী সকল দফতরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

ঈদুল আজহাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য সভায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও গরুর হাটগুলোতে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতসহ নানাবিধ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইউএনও উত্তম কুমার দাশ।

এ সময় নির্বাহী অফিসার কাল‌কি‌নির সকল শ্রে‌ণি ও পেশার মানু‌ষের প্রতি ভা‌লোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।