জুলাইয়ের খুনিদের বিচারের দাবিতে ঈশ্বরগঞ্জে গণস্বাক্ষর কর্মসূচি

ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের নিচতলায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

মো: আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

Location :

Ishwarganj
জুলাইয়ের খুনিদের বিচারের দাবিতে ঈশ্বরগঞ্জে গণস্বাক্ষর কর্মসূচি
জুলাইয়ের খুনিদের বিচারের দাবিতে ঈশ্বরগঞ্জে গণস্বাক্ষর কর্মসূচি |নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টাযর দিকে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের নিচতলায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

গণস্বাক্ষর উদ্বোধনের সময় সানজিদা রহমান বলেন, ‘বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য প্রথমে এগিয়ে এসেছে আমাদের ছাত্রসমাজ। এরপর দেশের সর্বস্তরের মানুষ নিজেদের অবস্থান থেকে ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছে। কিন্তু আজেও কিছু চিহ্নিত অপশক্তি নানা ষড়যন্ত্র ও বৈষম্যের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। এই অপশক্তি ও হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবিতেই এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে সাহস না পায়।’

তিনি আরো বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার ইতোমধ্যে নানামুখী উদ্যোগ নিয়েছে। আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। পাশাপাশি সকলের সম্মিলিত প্রয়াসে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে একসাথে কাজ করে যেতে হবে।’

গণস্বাক্ষর কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, জুলাই-আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে উপজেলা প্রশাসন মাসব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান,বিশেষ প্রার্থনা ও শোক র‌্যালি। গণস্বাক্ষর কর্মসূচি তারই অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে গুরুত্বের সাথে পালিত হয়।

উপজেলা প্রশাসন আশা করছে, এমন উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সর্বস্তরের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার কণ্ঠে উচ্চারণ করবে ‘খুনিদের বিচার চাই’।