শহীদ ছাত্রনেতা রাব্বির খুনিদের গ্রেফতারের দাবিতে মাগুরায় বিক্ষোভ

‘শহীদ মেহেদী হাসান রাব্বি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু হত্যার সাথে জড়িতরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে। প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে।’

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura Sadar
শহীদ ছাত্রনেতা রাব্বির খুনিদের গ্রেফতারের দাবিতে মাগুরায় বিক্ষোভ
শহীদ ছাত্রনেতা রাব্বির খুনিদের গ্রেফতারের দাবিতে মাগুরায় বিক্ষোভ |নয়া দিগন্ত

২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের আন্দোলনে মাগুরায় শহীদ ছাত্রনেতা মেহেদী হাসান রাব্বির খুনিদের গ্রেফতারের দাবিতে মাগুরায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মাগুরা জেলা জজ আদালতের সামনে গিয়ে সমসবেশ করেন।

সমাবেশে উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শহীদ মেহেদী হাসান রাব্বি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু হত্যার সাথে জড়িতরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে। প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে।’

বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘রাব্বির খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি করেন।’

এ ঘটনায় গত (১৩ আগস্ট) নিহত শহীদ রাব্বির ভাই ইউনুস আলী মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করা হয়েছে।

শহীদ মেহেদী হাসান রাব্বি মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক ছিলেন। সে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মরহুম ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে।

উল্লেখ্য, মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের সাথে ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোড ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি।