ময়মনসিংহে জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত

ময়মনসিংহে জামায়াতের মানববন্ধনে পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনের আহ্বান জানানো হয়।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহে জামায়াতের মানববন্ধন
ময়মনসিংহে জামায়াতের মানববন্ধন |নয়া দিগন্ত

ময়মনসিংহে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর শাখার উদ্যো‌গে মানববন্ধন কর্মসূ‌চি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ময়মনসিংহ মহানগর আমির ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

তিনি বলেন, ‘৫ আগস্টের পরে আমাদের রাজপথে দাঁড়ানোর কথা ছিল না। আমরা আলোচনার মাধ্যমে সংস্কারে বিশ্বাসী। গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হতে পারে না। অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। জুলাই সনদ এদেশের মানুষের আকাঙ্ক্ষা, ভালোবাসা ও প্রত্যাশার। আরেকটি স্বৈরাচারী সরকার যেন আবার চেপে বসতে না পারে সেজন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে।’

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামায়াতের এ আন্দোলন বলেও উল্লেখ করেন তিনি।

এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার আমির আব্দুল করিম। তিনি বলেন, ‘৫ আগস্টের পর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মানুষ নতুন কিছু ভাবতে শুরু করেছে। এখন সবাই জামায়াতকে চায়। জামায়াত মানুষের কল্যাণ চায় বলে মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ দেশকে নিরাপদ হিসেবে গড়ে তুলব।’

মানবন্ধনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর জামায়াতের নায়েবে আমির ও ত্রিশাল সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের সহকারী মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব হাসান শামীম, মহানগর শিবির সভাপতি শরিফুল ইসলাম খালিদ, মহানগর শূরা ও কর্মপরিষদ সদস্য ডা: আব্দুল আজিজ, হায়দার করিম, খন্দকার আবু হানিফ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী, শ্রমিক নেতা ওয়ালীওল্লাহ মুজাহিদ প্রমুখ।