ময়মনসিংহের গফরগাঁওয়ে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আলতাফ হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাইজহাটি এলাকায় সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন পাকাটি পূর্বপাড়া গ্রামের মরহুম হাসমত আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেকে সহযোগিতা করতে মই দিয়ে জাম গাছে ওঠেন ওই কৃষক। একপর্যায়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আলতাফের মৃত্যু হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনিপ্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে।’