গফরগাঁওয়ে জাম গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

‘গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনিপ্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে।’

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে জাম গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু
গফরগাঁওয়ে জাম গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু |সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আলতাফ হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাইজহাটি এলাকায় সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাফ হোসেন পাকাটি পূর্বপাড়া গ্রামের মরহুম হাসমত আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেকে সহযোগিতা করতে মই দিয়ে জাম গাছে ওঠেন ওই কৃষক। একপর্যায়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আলতাফের মৃত্যু হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনিপ্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে।’