শিবচরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও নির্বাচনী জনসভা

মাদারীপুরের শিবচরে শুক্রবার (২৮ নভেম্বর) খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও নির্বাচনী জনসভা
শিবচরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও নির্বাচনী জনসভা |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচর উপজেলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে চরশ্যামাইল নদীর পাড়-উৎরাইল ব্রিজ সংলগ্ন এলাকায় শিবচর উপজেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো: শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে এবং শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সেলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি কামাল জামান মোল্লা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং একই সাথে দাবি জানাচ্ছি- অত্যাধুনিক চিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশে নেয়ার ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলো। তাই সময় এসেছিলো ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর। ফ্যাসিস্ট সরকার পালিয়ে ভারত গিয়ে আশ্রয় নিয়েছে। ভারতে বসে থেমে নেই, একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শিবচরের প্রতিটি ঘরে ঘরে বিএনপির জনসমর্থন তৈরি হয়েছে। যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি শিবচরের উন্নয়ন, মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য জীবন দিয়ে হলেও লড়াই করবো।’

তিনি আরো বলেন, ‘আগামী দিনে ন্যায্য ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এজন্য তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত থাকতে হবে। দেশের মুক্তি সংগ্রামে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।’

সভাপতি মো. শাহাদাত হোসেন খান বলেন, ‘আজকের এ সমাবেশ শুধু নির্বাচনী সমাবেশ নয়, এটি খালেদা জিয়ার সুস্থতা কামনায় লাখ মানুষের প্রার্থনার অংশ। আমরা তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেছি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে শিবচর বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের সংগঠন আগের চেয়ে আরো শক্তিশালী। নেতাকর্মীদের ঐক্যই আমাদের শক্তি। আগামী নির্বাচনে শিবচরবাসী গণতন্ত্রের পক্ষে রায় দেবে।’

সমাবেশস্থলে বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। বক্তৃতার মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার পুনরুদ্ধার ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানানো হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান হোসেন (সাজু) মোল্লা, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মাহবুবুর রহমান মাদবর, শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান), শিবচর উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিমউদদীন মৃধা, শিবচর পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাবসহ হাজারো হাজারো নেতাকর্মী।