রাঙ্গামাটি শহরের আসামবস্তি এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি নতুন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে ১৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো: মাহফুজ আফজাল আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এপিবিএনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসামবস্তিতে নতুন ক্যাম্প স্থাপন স্থানীয় জনগণের নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।
এ সময় ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন, আসামবস্তি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. নুরুল্লাহসহ এপিবিএনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।