ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে পুকুরের পানিতে ডুবে আবিদ হাসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঁশিল গ্রামের এ ঘটনা ঘটে।
আবিদ হাসান বাঁশিল গ্রামের হান্নান মিয়ার নাতি এবং গফরগাঁও উপজেলার পুখুরিয়া গামের নাঈমের ছেলে।
জানা গেছে, দুপুরে আবিদ তার খালাত বোনের সাথে পুকুর পাড়ে খেলতে যায়। এক পর্যায়ে অসাবধানতায় আবিদ পানিতে পড়ে তলিয়ে যায়। সাথে থাকা খালাত বোন তাৎক্ষণিকভাবে বাড়িতে খবর দিলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির লাশ উদ্ধার করে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইউনিট লিডার তরুন অর রশীদ জানান, খবর পেয়ে ডুবুরি দল প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।