যশোরে ১ কোটি ২২ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর বিজিবির একটি টহলদল অভিযান চালিয়ে স্থানীয় হামিদুর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
যশোরে স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি
যশোরে স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি |নয়া দিগন্ত

যশোরে ৮৩১ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তারা হলেন, রাজবাড়ি সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) ও শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

বিজিবি জানিয়েছে, সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর বিজিবির একটি টহলদল অভিযান চালিয়ে স্থানীয় হামিদুর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। ওইসময় আটক ব্যক্তিদের কাছ থেকে স্বর্ণের পাশাপাশি দুটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা। স্বর্ণের বারগুলো তাদের প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ঢাকার যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।