মুন্সীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে আহত ৮

মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন বাউশিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী দুই গ্রাম চর কুমারিয়া ও পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময়ে চর কুমারিয়া গ্রামের কয়েকজন তরুণের সাথে পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের কয়েকজন তরুণের একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

Location :

Gazaria
সংঘর্ষে দুই গ্রামের অন্তত আটজন আহত হয়েছেন
সংঘর্ষে দুই গ্রামের অন্তত আটজন আহত হয়েছেন |ছবি - নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর কুমারিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। থেমে থেমে সকাল ১০টা পর্যন্ত সংঘর্ষ চলে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে।

সংঘর্ষে আহতরা হলেন চর কুমারিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য সাফিক প্রধান (৪৬), জয়নাল আবেদীন মমিন (৫২), মায়া বেগম (৪৫), সোহেল মমিন (২২), কাদির খাঁ (৩৫), শাহ আলম (৪০) এবং বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের জামাল (৩০) ও জিলানী (৩৫)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন বাউশিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী দুই গ্রাম চর কুমারিয়া ও পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। চর কুমারিয়া গ্রামের মাঠে অনুষ্ঠিত এই খেলায় চর কুমারিয়া জয়লাভ করে। খেলা চলাকালীন সময়ে চর কুমারিয়া গ্রামের কয়েকজন তরুণের সাথে পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের কয়েকজন তরুণের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এই ঘটনার জের ধরে বুধবার সকালে বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের দুই শতাধিক মানুষ হামলায় চালায় চর কুমারিয়া গ্রামে। হামলায় দুটি বসত ঘর ভাঙচুর এবং উভয়পক্ষের আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংঘর্ষে আহত চর কুমারিয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য সাফিক প্রধান বলেন, ‘গতকালের ঘটনাটি আমরা বসে শান্তিপূর্ণভাবে সমাধান করে দেয়ার কথা দিয়েছিলাম। কিন্তু বুধবার সকালে অন্তত দুই শতাধিক মানুষ আমাদের গ্রামে হামলা এবং লুটপাট চালায়। নগদ তিন লাখ টাকা লুট, জয়নাল আবেদীন ও সাদেক মিয়ার দুটি বসত ঘরে ভাঙচুর, লুটপাট চালানো হয়। এতে প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। হামলায় আমিসহ আমার গ্রামের ছয়জন আহত হয়েছেন।’

এদিকে অপরপক্ষ পূর্ব নয়াকান্দি গ্রামের বাসিন্দা মো: জিলানী বলেন, ‘আজ সকালে আমাদের গ্রামের কিছু মানুষ চর কুমারিয়া গ্রামে যায়। আমরা তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে সেখানে গিয়েছিলাম। কিন্তু চর কুমারিয়া গ্রামের লোকজন জড়ো হয়ে আমাদের উপর হামলা চালায়। এই ঘটনায় আমাদের গ্রাম থেকে নারী-পুরুষ বের হয়ে চর কুমারিয়া গ্রামে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আশরাফুল আলম শুভ বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আমাদের হাসপাতালে আটজন রোগী এসেছেন। তাদের মধ্যে জামাল খাঁয়ের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। এক নারীসহ তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার আলম আজাদ বলেন, ‘এরকম একটি খবর আমি পেয়েছি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’