সোনাগাজীতে জামায়াত নেতার উদ্যোগে ভাঙা সড়কের সংস্কার কাজ শুরু

‘আজ সেই কাজের উদ্বোধন করায় এলাকাবাসী বেশ আনন্দিত।’

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
সোনাগাজীতে জামায়াত নেতার উদ্যোগে ভাঙা সড়কের সংস্কার কাজ শুরু
সোনাগাজীতে জামায়াত নেতার উদ্যোগে ভাঙা সড়কের সংস্কার কাজ শুরু |ছবি : নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের আর্দশগ্রাম বাজার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। এর উদ্বোধন করেন জামায়াত ইসলামী বাংলাদেশ ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারি ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে দলটির মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক।

সোমবার (৪ আগস্ট) সকালে ভাঙা সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না হওয়ায় জন দুর্ভোগ চরমে উঠেছিল। প্রতিদিন শতশত যানবাহন বিকলসহ স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সড়কটিতে দুর্ভোগের অন্ত ছিল না। চলতি বর্ষায় সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টির ফলে জনগুরুত্বপূর্ণ সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় জামায়াত নেতা মানুষের দুর্ভোগের কথা শুনে এগিয়ে আসেন এবং সড়কটির বড় বড় গর্তগুলো ইটের খোয়া ও কংক্রিট দিয়ে ভরাট করে দিতে অর্থ বরাদ্দ দেন। আজ সেই কাজের উদ্বোধন করায় এলাকাবাসী বেশ আনন্দিত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মোস্তফা, পৌরসভা সেক্রেটারি মো: মহসিন ভূঁঞা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সৈয়দ মাঈনুদ্দীন, ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন, জামায়াত নেতা কাজী শিহাব উদ্দিন, শাহীনসহ স্থানীয় জামায়াত এবং শিবিরের নেতৃবৃন্দ।

জামায়াত নেতা ফখরুদ্দিন মানিক বলেন, মানুষের দুর্ভোগ দেখে আমি আমার অবস্থান থেকে এগিয়ে এসেছি। আসলে বর্ষা মৌসুমে গ্রামীণ সড়কগুলোতে পথচারীদের দুর্ভোগের অন্ত নেই। তাই সমাজের সামর্থ্যবান সকলের জনসম্পৃক্ত কাজে এগিয়ে আসা উচিত।