সিংগাইরে চাঞ্চল্যকর রাহুল হত্যাকাণ্ডের মূল হোতা রাজু গ্রেফতার

শুক্রবার ভোরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিংগাইর থানা পুলিশের একটি চৌকস টিম পটুয়াখালী সদর থানার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
সিংগাইর থানা
সিংগাইর থানা |সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া গ্রামে ঘটিত নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা রাজিব ওরফে রাজু (১৯) পুলিশি জালে ধরা পড়েছে।

আজ শুক্রবার ভোরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিংগাইর থানা পুলিশের একটি চৌকস টিম পটুয়াখালী সদর থানার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম জানিয়েছেন, রাজুর গ্রেফতারের মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে যুক্ত বাকি আসামিদের ধরার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকায় ১৭ বছর বয়সী রাহুল খানকে তার সহযোগীদের সাথে মিলিত হয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দু’দিন পর নিহতের বাবা থানায় মামলা দায়ের করেন, যেখানে ১২ জন আসামির নাম উল্লেখ করে আরো ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

নিহত রাহুল মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে।

এদিকে হত্যার পর রাজু এলাকা থেকে পালিয়ে গিয়ে ছদ্মবেশ ধারণ করেন এবং তার চুল কেটে ন্যাড়া হয়ে যান। পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর এখন হত্যার মূল রহস্য উন্মোচনের পথে রয়েছে। রাজুর পৈতৃক নিবাস সিংগাইরের সায়েস্তা ইউনিয়নের সাহরাইল গ্রামে। মা-বাবার বিচ্ছেদের পর সে খাসেরচর গ্রামের মোসলেম উদ্দিনের বাড়িতে বাস করছিল। সেখানে থেকেই কিশোর গ্যাং গড়ে তুলে রাজু ও তার সহযোগীরা।

মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই রেজাউল করিম-২ জানান, রাজু ছাড়াও এজাহারভুক্ত চারজন এবং হত্যার সাথে সংশ্লিষ্ট সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।