পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি

তারেক রহমান দেশে আসার বিষয়ে কোনো তথ্য নেই

‘তারেক রহমানের দেশে আসার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। বেগম জিয়াকে আজ লন্ডন নেয়া হচ্ছে না।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন |নয়া দিগন্ত

তারেক রহমানের দেশে আসার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি আরো জানান, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম জিয়ার লন্ডন যাওয়া সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে আসার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। বেগম জিয়াকে আজ (৫ ডিসেম্বর) লন্ডন নেয়া হচ্ছে না। এয়ারক্রাফটে টেকনিক্যাল ত্রুটির কারণে এক দিন দেরি হতে পারে। বিষয়গুলো সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে সবাই জানতে পারবেন।’

শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা তো শেখ হাসিনাকে চেয়েছি। যেহেতু তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে মনে হয় স্পেকুলেট না করাটাই ভালো। এ ধরনের ঘটনায় হুট করে, এক দিনে সাত দিনে তো কোনো অগ্রগতি ঘটে না। আমরা অপেক্ষা করব। দেখতে চাই ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কি রিঅ্যাকশন পাওয়া যায়। তবে একটা রিয়েকশন দেখেছি যে তারা বিষয়টা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক।’

আরাকান আর্মি বাংলাদেশী জেলেদের ধরে নিয়ে যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আরাকান আর্মির সাথে আমাদের দ্বিপক্ষীয় আলোচনা সম্ভব নয়। কারণ তারা কোনো স্টেট নয়। যেমন আমরা মিয়ানমার, থাইল্যান্ড বা ভারতীয় কর্তৃপক্ষের সাথে করতে পারি স্টেট হিসেবে। তবে অনেক কিছুই স্পষ্ট করা যায় না। এ ধরনের ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সেজন্য বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে।’

সংস্কার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এরই মধ্যে আমরা রিফর্ম শুরু করেছি। অনেকে আশা করেছিলেন আমরা অনেক কিছু রিফর্ম করব। সেটা আসলেই সম্ভব নয়। কারণ রিফর্ম দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। আমরা শুরুটা করে দিলাম। বাকিটা যারা ক্ষমতায় আসবেন তারা করবেন। যেন তারা জনগণের ইচ্ছার যেটাতে প্রতিফলন হবে সেটা থেকে যেন ফিরে না যায় সেটাই আমাদের প্রত্যাশা। আমাদের এই অঞ্চল এগিয়ে যাবে। যাতে করে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা যেন শুধু দুই একটা জায়গায় ডেভেলপমেন্ট হয়, সেটা করেন সেটা আমরা চাই না। আমরা চাই এই অঞ্চলের জন্য যেন তারা আলাদা নজর দেন।’

পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর আসেন। আজ শুক্রবার তিনি বিভাগের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। আগামীকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা এবং বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন। রোববার সকালে নীলফামারীর মাগুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় বক্তব্য প্রদান শেষে বিকেলে ঢাকা ফেরার কথা রয়েছে তার।