মাওয়ামুখী এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষ, আহত ৬

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প রাস্তা ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মাওয়ামুখী এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষ
মাওয়ামুখী এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের ব্রিজের ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার ছনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন কোটালিপাড়ার গাউস সিকদারের ছেলে নিয়ামত, টুঙ্গিপাড়ার রম্বু খলিফার ছেলে ইয়াছিন, মোল্লারহাটের আবেদ আলীর ছেলে হায়দার আলী, মোল্লারহাটের সোনা মিয়ার ছেলে আমেদ মিয়া, মোল্লারহাটের আসাদুজ্জামানের স্ত্রী জুলেখা আক্তার, মোল্লারহাটের মাসুদ মিয়ার ছেলে রেজবি মিয়া।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প রাস্তা ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনাকবলিত টুংগিপাড়া এক্সপ্রেস বাসটি বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।