চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (৪২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আব্দুর রাজ্জাক আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের রহমানের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, কাজ শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুর রাজ্জাক। লালব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।



