জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বুকশেলফ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অবস্থিত লাইব্রেরিতেবুকশেলফ উদ্বোধন ও একাডেমিক ভবনের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ‘আমাদের মাসব্যাপী কর্মসূচির অন্যতম আয়োজন হলো বুকশেলফ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। আমি জুলাই আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুততম সময়ে সুস্থতার জন্য দোয়া করি।’
তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থান ও ইতিহাস সম্পর্কে সচেতন করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।’
এছাড়া মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, শিক্ষার্থীদের পদযাত্রা, রচনাপ্রতিযোগিতা, দোয়া মাহফিল, ‘জুলাই স্মৃতি বুকশেলফ’ উদ্বোধন, জুলাই শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে র্যালি, ফটোগ্রাফি, স্কেচ ও চিত্রাঙ্কন প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভিডিও নির্মাণসহ বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।