জামালপুরের মাদারগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুরই লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকালে সর্বশেষ বৈশাখী (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার চর ভাটিয়ানী মধ্যপাড়া এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় ওই পাঁচ শিশু। সন্ধ্যায় তিন জনের লাশ উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিল আরো দুই জন।
গতকাল শনিবার দুপুরে কুলসুম আক্তার (১২) নামে আরো এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো, চর ভাটিয়ানী মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে আবু হাসান (৮) ও মেয়ে পলি আক্তার (১২), নুর ইসলামের মেয়ে ছায়েবা আক্তার (১২), আজাদের মেয়ে কুলসুম আক্তার (১২) ও হোসেন আলীর মেয়ে বৈশাখী আক্তার (১১)।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে চার শিশুর লাশ শুক্র ও শনিবার উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সর্বশেষ আজ রোববার সকালে শিশু বৈশাখীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



