রংপুরসহ উত্তরাঞ্চলে ৫.৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটাকে মাঝারি মাত্রার ভূকম্পন বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০:৩৮ মিনিট ২৬ সেকেন্ডে শুরু হয় এ ভূকম্পন। যার স্থায়ীত্ব ছিল বেশ কয়েক সেকেন্ড। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭। যেটাকে মাঝারি মাত্রা বলা হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৪ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
এ সময় আতঙ্কিত হয়ে ওঠে মানুষ। সাম্প্রতিক সময়ে এত বড় ভূ-কম্পন অনুভূত হয়নি রংপুর অঞ্চলে। ভূকম্পনে দুলে ওঠে সবকিছুই। আতঙ্কিত মানুষজন অনেকেই বাসা-বাড়ি থেকে নিচে নেমে আসেন।
নগরীর গুপ্তপাড়ার মুদি দোকানদার খলিলুর রহমান জানান, তার পুরো দোকান দুলে উঠেছিল। আরেকটু থাকলে সবকিছু নিচে পড়ে যেত। এভাবে ভূকম্পন তিনি এর আগে দেখেননি।
ওই দোকানের সামনের ক্রেতা ভুট্টু মিয়া জানালেন, দুলুনির মধ্যে আতঙ্কে তার হাত থেকে বিস্কুটের প্যাকেট পড়ে গেছে। খুবই ভয় পেয়েছিলেন বলে জানান তিনি।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ২১ তারিখ পর্যন্ত দেশে ছয়টি ভূমিকম্প সংঘটিত হয়েছিল। দুই মাস পর ২১ শে নভেম্বর আবারো ভূকম্পন অনুভূত হলো। যার মাত্রা মাঝারি। অন্যদিকে ২০২৪ সালে দেশে ও আশেপাশে ৫৩টি ভূমিকম্প হয়। এছাড়াও ২০২৩ সালে ৪১টি এবং ২০১৭ সালে বাংলাদেশে ভূমিকম্প হয়।



