আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কয়রায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার প্রধান সড়কে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘মানুষের তৈরি আইন দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। একমাত্র ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের প্রকৃত মুক্তি সম্ভব।’
তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় শেখ সাইফুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইমরান হুসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্পাদক মুন্সি মিজানুর রহমান, সহকারী সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক অলি উল্লাহ, কয়রা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ এবং বিভিন্ন ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।