পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক এলাকায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত অনলাইন
৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ
৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক এলাকায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো: নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছিল। তারা পুলিশ বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় পেটুয়া বাহিনীতে পরিণত করেছে। নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতির আজ্ঞাবহ কমিশনে রূপ দিয়েছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে বৈষম্যের সৃষ্টি করেছে। বাংলাদেশের সংবিধানকে দলীয় সংবিধানে রূপ দিয়েছে। এজন্য তারা সংবিধানকে কাটাছেঁড়া করে নিজেদের মতো করে সংবিধান রচনা করেছে। সেই সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে রূপ দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘পরবর্তী সময়ে ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত জুলাই বিপ্লবে জাতি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এজন্য জাতি সংবিধান সংশোধন করে রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে। জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু একটি দল রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, ফলে অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না। সরকার এজন্য ঐকমত্য কমিশন গঠন করেছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেও ওই দলটি আপত্তি জানিয়ে আসছে। কোনো দলের আপত্তি কিংবা চাপ থাকলে রাষ্ট্রপতির অধ্যাদেশে জুলাই সনদ ঘোষণা করতে না পারলে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সরকারে প্রতি আহ্বান রইলো। আমাদের পাঁচ দফা দাবি না মানলে জনগণ আবারো রাজপথে নেমে আসতে বাধ্য হবে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে ও পৌর আমির হাফেজ গোলাম রাব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক এমপি ও জেলা নায়েবে আমির অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর।

এছাড়া সমাবেশে আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে পৌর পার্ক থেকে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শান্তির মোড় এসে শেষ হয়।- বিজ্ঞপ্তি