নীলফামারীতে ৫ দফা দাবিতে ডিসিকে জামায়াতের স্মারকলিপি

নীলফামারীতে জামায়াতে ইসলামীর জেলা শাখা পাঁচ দফা দাবিসহ স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেছে।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
নীলফামারীতে ৫ দফা দাবিতে ডিসিকে জামায়াতের স্মারকলিপি
নীলফামারীতে ৫ দফা দাবিতে ডিসিকে জামায়াতের স্মারকলিপি |নয়া দিগন্ত

নীলফামারীতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা।

রোববার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তারের নেতৃত্বে জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক নায়িরুজামানের কাছে এ স্মারকলিপি দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খাইরুল আনাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শহর আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, প্রভাষক ছাদের হোসেন ও প্রভাষক আব্দুল কাদিম, সদর উপজেলা আমির আবু হানিফা শাহসহ ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা আমির প্রমুখ।

স্মারকলিপি প্রধান শেষে জেলা প্রশাসক কার্যালয় সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার।

এর আগে জেলা জামায়াত কার্যালয় থেকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় সামনে উপস্থিত হন।