বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় মাদারীপুরের ডাসার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: তোঁতা সরদারকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার কাজীবাকাই এলাকার খান্দুলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তোঁতা মৃধা উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব খান্দুলী গ্রামের বাবর আলী সরদারের ছেলে এবং ডাসার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।
এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: এহতেশামুল ইসলাম বলেন, বিএনপির অফিস ভাংচুর ও অগ্নি-সংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা তোঁতা মৃধাকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরে মাদারীপুর আদালতে পাঠানো হলে পরে জেল হাজতে পাঠানো হয়।