খাগড়াছড়ির ৩ সড়কে আধাবেলা অবরোধ

অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার জ্বালিয়েছে অবরোধকারীরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari
গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ
গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ |নয়া দিগন্ত

খাগড়াছড়ি জেলার তিনটি সড়কে আধাবেলা অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। অবরোধের কারণে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি স্থানে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে চোড়াগুপ্তা পিকেটিং ছাড়া অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলে।

পুলিশ জানায়, অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার জ্বালিয়েছে অবরোধকারীরা। এছাড়াও কয়েকটি সড়কে গাছের গুড়ি ফেলেছেন তারা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। অবরোধ সমর্থকরা সড়কের বিভিন্ন স্থানে চোরাগোপ্তাভাবে পিকেটিং করছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, শহরের প্রবেশ পথের দু’টি স্থানে অবরোধকারীরা যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে পুলিশের তৎপরতায় তা সফল হয়নি। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো নিরাপদে শহরে প্রবেশ করেছে এবং নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে মানিকছড়ির তবলাপাড়ায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছাড়িয়ে আনতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ ও গুলিবর্ষণের অভিযোগ তোলে পাহাড়ি ছাত্র পরিষদ। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি- এই তিনটি ইউপিডিএফ সমর্থিত সংগঠন এ কর্মসূচি আহ্বান করে। গতকাল মঙ্গলবার রাতে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার দফতর সম্পাদক স্বপন চাকমা এক বিবৃতির মাধ্যমে অবরোধের ঘোষণা দেন।