টাঙ্গাইলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

‘পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনিকার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মুহাম্মদুল্লাহ, সখীপুর (টাঙ্গাইল)
নয়া দিগন্ত

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর ছুরিকাঘাতে কাকলি (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) সকালে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত কাকলির অভিযুক্ত স্বামী মেহেদী হাসান ঘটনার পর পরই পালিয়ে গেছেন। তার গ্রামের বাড়ি উপজেলার ইছাদিঘী গ্রামের আতিয়াপাড়া। স্বামী-স্ত্রী ও দু’সন্তানসহ (এক ছেলে ও এক মেয়ে) জেলখানা মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয়রা জানায়, মেহেদী হাসান ও কাকলির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। রোববার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী ঘরের গোশত কাটার ছুরি দিয়ে কাকলির শরীরে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই কাকলির মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, ঘটনার পর মেহেদী বাসা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম ভূইয়া বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনিকার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।