ঢাকা-১৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা: শফিকুর রহমানের গণসংযোগ ও মিছিল

‘ডা: শফিকুর রহমান দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে জনগণের কথা শুনছেন। তিনি কেবল একজন সংসদ সদস্য প্রার্থী নন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে তিনিই হবেন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
গণসংযোগ ও মিছিলে জামায়াতের নেতাকর্মীরা
গণসংযোগ ও মিছিলে জামায়াতের নেতাকর্মীরা |নয়া দিগন্ত

ঢাকা-১৫ সংসদীয় আসনের কাফরুল থানা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী ডা: শফিকুর রহমানের নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) ওই ‎গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা-১৩ আসনের সাবেক জামায়াত মনোনীত ১১ দলীয় এমপি প্রার্থী মোবারক হোসেন। তিনি জামায়াত আমিরের নির্বাচনী আসনে সময় ও সহযোগিতা দিচ্ছেন বলে জানান।

‎এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মোবারক হোসেন বলেন, ‘ডা: শফিকুর রহমান দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে জনগণের কথা শুনছেন। তিনি কেবল একজন সংসদ সদস্য প্রার্থী নন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে তিনিই হবেন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী।’

এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা শুধু একজন এমপি প্রার্থীকে নয়, একজন যোগ্য প্রধানমন্ত্রীকে ভোট দেবেন। ডা: শফিকুর রহমান এ এলাকার সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল এবং এসব সমস্যা সমাধানে ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন।’

‎তিনি আরো বলেন, ‘ডা: শফিকুর রহমান গণমাধ্যম ও গণসমাবেশে স্পষ্টভাবে জানিয়েছেন, এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর কার্যকর সমাধান করা হবে। দেশের নানা সঙ্কট নিরসনে তিনি একজন যোগ্য রূপকার হিসেবেই পরিচিত।’

‎গণসংযোগ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এলাকায় প্রচারণা চালান।