ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রামে সড়ক দুর্ঘটনায় নয়া দিগন্তের বাউফল সংবাদদাতা আসাদুজ্জামান সোহাগসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে তারা আহত হন। মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস বৌলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে আসাদুজ্জামান সোহাগসহ দু’জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, রাজৈর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।
মাইক্রোবাসযোগে পরিবার নিয়ে পটুয়খালীর বাউফল থেকে ঢাকায় যাচ্ছিলেন নয়া দিগন্তের বাউফল সংবাদদাতা আসাদুজ্জামান সোহাগ। পথিমধ্যে পরিবারের সদস্যসহ তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
আসাদুজ্জামান সোহাগের সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
রাজৈর থানার ওসি মো. মাসুদ খান বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।