শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে এবং ভোট দিতে বৈধ স্টুডেন্ট আইডি কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের মুখপাত্র ড. নজরুল ইসলাম।
তিনি জানান, কারো আইডি কার্ড হারিয়ে গেলে, নষ্ট হলে বা কোনো কারণে না থাকলে দ্রুত রেজিস্ট্রার দফতরের সাথে যোগাযোগ করে নতুন কার্ড সংগ্রহ করতে হবে। আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী প্রার্থী হতে পারবেন না এবং ভোটও দিতে পারবেন না।
তিনি বিষয়টিকে জরুরি বলে উল্লেখ করে সবাইকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।



