দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনাজপুরের চারজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা দেয়া হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ ব্যাংক ও প্রবাসী কল্যাণ সেন্টার দিনাজপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাঞ্চন-১ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান ও প্রবাসী কল্যাণ ব্যাংক শাখার ম্যানেজার আনোয়ার কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর কারিগরি কেন্দ্রের অধ্যক্ষ রকিবুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের সুবিধা বাড়াতে ব্যাংক বিভিন্ন সেবা চালু করেছে। প্রবাসীদের অর্থ দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।
আলোচনা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী চারজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
তারা হলেন- ওমান প্রবাসী সাজ্জাদ হোসেন, ব্রুনাই প্রবাসী মো: সাইমুন ইসলাম, নিউইয়র্ক প্রবাসী ফারজানা আফরিন ও আমেরিকা প্রবাসী দেলোয়ারা বেগম।
সর্বশেষে বিকেলে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে দিনব্যাপী চাকরিবিষয়ক একটি মেলা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, ‘এ চাকুরি মেলায় প্রায় ৪০ থেকে ৫০ জন চাকরিপ্রত্যাশীর চাকরি হয়েছে।’



