নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুতে নাটোরের রাজনৈতিক-সাংবাদিক নেতৃবৃন্দের শোক

দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তার নিজ জেলা নাটোরের রাজনৈতিক ও সাংবাদিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন |নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তার নিজ জেলা নাটোরের রাজনৈতিক ও সাংবাদিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বর্ষীয়ান এ সাংবাদিক নেতার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো: ইউনুছ আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহম্মদ রফিক বাবন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি নয়া দিগন্তের সাবেক জেলা প্রতিনিধি শহীদুল হক সরকার, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অহিদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ নাটোর জেলা ও সকল উপজেলা পর্যায়ের সাংবাদিকরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শোক বাণীতে নেতারা বলেন, মরহুম আলমগীর মহিউদ্দিন ছিলেন দেশ, জাতি গঠন ও অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী এক সাহসী সাংবাদিক। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার বলিষ্ঠ ক্ষুরধার লেখনীর মাধ্যমে দেশ জাতি অনেক উপকৃত হয়েছেন। লেখনীর মাধ্যমে জাতি গঠনে তার যে ভূমিকা দেশের মানুষ কখনো ভুলবে না। আল্লাহ যেন তার সমস্ত নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।