সাটুরিয়ায় আ’লীগের ৬ নেতা আটক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত একাধিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মনির হোসেন (দুর্লভ), বালিয়াটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া, দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে তাদের কোন মামলায় আদালতে পাঠানো হবে তা বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।