দেবিদ্বারে খেলাফত মজলিসের এমপি প্রার্থীর মতবিনিময় সভা

জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় স্বাধীনতা রক্ষা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন
হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় দেবিদ্বার উপজেলা সদরের স্থানীয় একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন বলেন, ‘জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় স্বাধীনতা রক্ষা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।’

তিনি বলেন, ‘প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মানসম্পন্ন শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, বিজ্ঞানভিত্তিক পাঠ্যক্রম, কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ, ইউনিয়ন পর্যায়ে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রন্থাগার স্থাপন করা হবে। দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ, কৃষকদের জন্য সার, বীজ ও ন্যায্যমূল্য নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যকর ভূমিকা, শিশু-নারী-প্রবীণদের অধিকার রক্ষায় কর্মসূচি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।’ যোগ্য, ন্যায়পরায়ণ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা-৪ দেবিদ্বারকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় কুমিল্লা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ, সেক্রেটারি মাওলানা মনির হোসেন কাসেমী, সহ-সেক্রেটারি মুফতি মুজ্জাম্মেল, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জামশেদ হোসাইন হাবিবী, হাফেজ আবু তাহের, দেবিদ্বার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান, উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি ইয়াহিয়া রাশেদ কাসেমীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।