‘তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর চূড়ান্ত খেলায় ঈশ্বরগঞ্জ উপজেলা দল ২-০ গোলে তারাকান্দা উপজেলা দলকে হারিয়ে চ্রাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম প্রধান মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক আকন্দ লিটন, এ কে এম মাহবুবুল আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, সাংবাদিক ও হাজারো দর্শক উপস্থিত ছিলেন।