গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী মোহাম্মদ ইউনুচ বিশ্বাস মারা গেছেন।

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Galachipa
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু |সংগৃহীত

গলাচিপায় ব্যবসায়ী মোহাম্মদ ইউনুচ বিশ্বাস (৬৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝ গ্রামে।

মোহাম্মদ ইউনুচ বিশ্বাস মাঝ গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে। তিনি গণঅধিকার পরিষদ চিকনিকান্দি ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, ব্যবসায়ী মোহাম্মদ ইউনুচ বিশ্বাস (৬৫) দুপুরে নিজ স’মিলে পানির পাম্প পরিষ্কার করার জন্য পাম্পের কাছে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান ঘটনাটি সত্য। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।