দিনাজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ২৫ লাখ টাকা জরিমানা

জেলার নবাবগঞ্জ, ঘোড়াঘাট, ফুলবাড়ি, পার্বতীপুর, চিরিরবন্দর, খানসামা ও সদরসহ সব উপজেলায় অভিযান চালিয়ে জরিমানা আদায় ও অবৈধ ইটভাটাগুলো সিলগালা করা হয়।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরের একটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়
দিনাজপুরের একটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয় |নয়া দিগন্ত

দিনাজপুরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এক মাসে প্রায় ২৫ লাখ টাকার জরিমানা আদায় করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের বিশেষ টিম নিয়মিত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করে।

জেলার নবাবগঞ্জ, ঘোড়াঘাট, ফুলবাড়ি, পার্বতীপুর, চিরিরবন্দর, খানসামা ও সদরসহ সব উপজেলায় অভিযান চালিয়ে জরিমানা আদায় ও অবৈধ ইটভাটাগুলো সিলগালা করা হয়।

এরমধ্যে গত বুধবার (১৪ জানুয়ারি) বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত মেসার্স এম ডি ডি ব্রিকস, মেসার্স মায়িশা ব্রিকস, মেসার্স এম কে এম ব্রিকস ও মেসার্স এস এ ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী মোট ১৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় চিমনি ভেঙে ফেলা হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়। এছাড়াও ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। রাব-১৩ ব্যাটালিয়ন, দিনাজপুর এবং বিরামপুর উপজেলার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।