ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

দৈনিক দেশের খবর পত্রিকার সম্পাদক এফএমএ ছালাম বলেন, বাতিলের চিঠি এখনো হাতে পাইনি। এ বিষয়ে হাইকোর্টে যাব।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল
ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল |সংগৃহীত

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি সংবাদপত্রের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন।

সোমবার সন্ধ‌্যায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা জানান, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘণ করে পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছিল, তাই তাদের ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) এসব সংবাদপত্র বাতিলের আদেশ জারি করা হয়।

ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, এনবিএম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, এফএমএ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ। মো: শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, রেবেকা ইয়াসমিন প্রকাশিত দৈনিক জাহান ও নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা।

দৈনিক দেশের খবর পত্রিকার সম্পাদক এফএমএ ছালাম বলেন, বাতিলের চিঠি এখনো হাতে পাইনি। এ বিষয়ে হাইকোর্টে যাব।

দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক হাসিম উদ্দিন এবং দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা সম্পাদক আ ন ম ফারুক বলেন, ডিক্লারেশন বাতিলের চিঠি এখনো হাতে পাইনি।

উল্লেখ্য, চলতি বছরের ৮ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি পত্রিকার দুটি পাতায় সব প্রতিবেদন হুবহু প্রকাশ করায় পত্রিকাগুলোর সম্পাদক ও প্রকাশকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল জেলা প্রশাসন। এর ম‌ধ্যে ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়।