সীতাকুণ্ডে লিফট দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে লিফট দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Sitakunda
নিহত রিফাত ও মোস্তফা
নিহত রিফাত ও মোস্তফা |নয়া দিগন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে লিফট দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো: মোস্তফা (২৩) ও মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হক মানিকের ছেলে রিফাত (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে যান শ্রমিক মোস্তফা ও রিফাত। এ সময় তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। পরে আহত রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনিও মারা যান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘লিফট দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়েছে। এতে দুই শ্রমিক নিহত হন। তাদের লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

এ বিষয়ে জিপিএইচ ইস্পাত কারখানার একাধিক দায়িত্বরত ব্যাক্তিকে মোবাইলফোনে কল করা হলেও কেউ কল রিসিভ করেনি।