চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার কলেজগেট এলাকায় ঢাকামুখী আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার কিছু আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই যুবকটির মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) আশরাফ সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ২০-২৫ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



