দিনাজপুরের বিরল উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরের পর পুকুরে ডুবে দুই শিশু এবং এর আগে সকালে নদীতে ডুবে আরো এক শিশুর মৃত্যু হয়।
মৃত শিশুরা হলো- বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামের লিটন ইসলামের মেয়ে ইসরাত জাহান রাফা (১৩) ও একই গ্রামের মো: আফজাল হোসেনের মেয়ে মিম আকতার (১২) এবং ফরক্কাবাদ ইউনিয়নের দহগ্রামের বাবু ইসলামের ছেলে সামিউল ইসলাম (২)। ইসরাত সপ্তম শ্রেণির ও মিমি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা একে অপরের আপন চাচাতো বোন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে চাচাতো বোন ইসরাত জাহান রাফা ও মিম আকতার বাড়ির পাশের শাহ আলমের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা তাদের পুকুরের নিচ থেকে উদ্ধার করেন। পরে তাদেরকে দ্রুত দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, শিশু সামিউল ইসলাম সকালে বাড়ির পাশে পুনর্ভবা নদীর ধারে খেলা করার সময় নদীতে পড়ে পানিতে ডুবে মারা যায়। বিরল থানার এসআই শাকিল হোসেন ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর লাশ হস্তান্তর করেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহালসহ প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুর ২টায় শিশু সামিউল ইসলামের জানাজা শেষে পারিবারিকভাবে দাফন সম্পন্ন করা হয়েছে। সন্ধ্যা ৭টায় ইসরাত জাহান রাফা ও মিম আকতারের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।