পাহাড়ী জনগোষ্ঠির পাশে বিজিবি, গৃহনির্মাণ সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ

সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা অত্যন্ত জরুরি।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
গৃহনির্মাণ সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ
গৃহনির্মাণ সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ |নয়া দিগন্ত

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে রাজনগর জোন বর্ডার গার্ড বাংলাদেশের (৩৭ বিজিবি) উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে গৃহনির্মাণ সামগ্রী, স্বাবলম্বীকরণ উপকরণ, নগদ অর্থ সহায়তা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজনগর জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি, জি+। অনুষ্ঠানে রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: শাহনেওয়াজ তাসকিন, পিএসসি ছাড়াও বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মসজিদের অজুখানা, জরাজীর্ণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য চারটি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে চার বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে দুইজন নারীকে দু’টি সেলাই মেশিন প্রদান করা হয়। লেখাপড়ার খরচ, এতিমখানা সংস্কার ও চিকিৎসা ব্যয়ের জন্য নয়জনকে নগদ আর্থিক সহায়তা দেয়া হয়। এছাড়া স্থানীয় যুব সমাজকে মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রাখতে তিনটি প্রতিষ্ঠানের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আহসান হাবীব বলেন, ‘সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা অত্যন্ত জরুরি। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে স্থানীয় হেডম্যান-কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।