বগুড়ায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার

বিলের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিক বিষয়টি থানায় জানালে পুলিশ লাশটি উদ্ধার করে।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Sherpur
বগুড়ায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার
বগুড়ায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার |প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে বিলের মধ্য থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

যুবকের পরিচয় জানা যায়নি, বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, সকালে গোয়ালজানি এলাকার বিলের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিক বিষয়টি থানায় জানালে শেরপুর থানা পুলিশ বিল থেকে লাশটি উদ্ধার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য যুবকের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Topics