ডুয়েট ভিসি

বৈশ্বিক মান অর্জনের জন্য ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অপরিহার্য

অ্যাক্রেডিটেশনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সামগ্রিক সক্ষমতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা অধিকতর নিশ্চিত হয়। প্রকৌশল শিক্ষা সত্যিকার অর্থে আউটকামস বেইসড করা এবং শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান, উদ্ভাবন ও নেতৃত্বের যোগ্যতা নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
ডুয়েটের আইকিউএসি আয়োজিত সেমিনারের প্রধান অতিথির বক্তব্য দেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন
ডুয়েটের আইকিউএসি আয়োজিত সেমিনারের প্রধান অতিথির বক্তব্য দেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন |নয়া দিগন্ত

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, বৈশ্বিক মান অর্জনের জন্য ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অপরিহার্য । অ্যাক্রেডিটেশনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সামগ্রিক সক্ষমতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা অধিকতর নিশ্চিত হয়। প্রকৌশল শিক্ষা সত্যিকার অর্থে আউটকামস বেইসড করা এবং শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান, উদ্ভাবন ও নেতৃত্বের যোগ্যতা নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত “ইমপ্লিমেন্টেশন অব ওবিই ইন এ প্রোগ্রাম টুওয়ার্ডস অ্যাচিভিং অ্যাক্রেডিটেশন” শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। সেমিনারের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, শুভেচ্ছা বক্তব্য প্রদান ও র‌্যাপোটিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), গাজীপুর-এর মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ। তিনি বিশ্বব্যাপী ওবিই বাস্তবায়নের সফল মডেল, প্রোগ্রাম লেভেল ও কোর্স লেভেলের আউটকাম নির্ধারণ, মূল্যায়ন কাঠামো, ডিজাইন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ এবং অ্যাক্রেডিটেশন অর্জনের কৌশলগত ধাপ নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের মনোনীত শিক্ষকরা উপস্থিত ছিলেন।