হাদির ‍হত্যাচেষ্টাকারীদের পলায়ন রোধে মৌলভীবাজারে কঠোর অবস্থানে বিজিবি

সম্ভাব্য পলায়ন রোধে অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
‍হত্যাচেষ্টাকারীদের পলায়ন রোধে কঠোর অবস্থানে বিজিবি
‍হত্যাচেষ্টাকারীদের পলায়ন রোধে কঠোর অবস্থানে বিজিবি |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত পথে পাশের দেশে পালিয়ে যেতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মৌলভীবাজার জেলার কুলাউড়াসহ ১১৫ কিলোমিটার সীমান্তে এ বিশেষ সতর্কতা জারি করেছে ৪৬ বিজিবি।

শনিবার (১৩ ডিসেম্বর) কুলাউড়ায় ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘ওই ঘটনার পর থেকে ৪৬ বিজিবি’র অধীন বিওপিগুলো থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একইসাথে সম্ভাব্য পলায়ন রোধে অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।’