চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জীবননগর শহরের মডেল মসজিদের পাশে ‘জাহিদ সাইকেল’ শোরুমে এ অভিযান পরিচালনা করা হয়।
জাহিদ জীবননগর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মো: নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে শোরুম তল্লাশির সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একটি স্মার্টফোন, ১১টি সিমকার্ড এবং একটি ব্যাটন উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে জাহিদকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়।
জীবননগর থানার উপপরিদর্শক (এসআই, তদন্ত) রিপন কুমার দাস জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির সাথে কোনো বৃহত্তর চক্রের সম্পৃক্ততা রয়েছে কি-না, সে বিষয়েও তদন্ত চলছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকা হিসেবে জীবননগরে অস্ত্র ও অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতা জোরদার করা হয়েছে। এ অভিযান তারই অংশ বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।



